হালুয়াঘাটে অগ্নিকান্ডে নিঃস্ব পরিবার

মো: আব্দুল খালেক
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০২ বিকাল

ময়মনসিংহের হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নের বরাক এলাকায় আকস্মিক অগ্নিকান্ডে বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ১ টি পরিবার নিঃস্ব হয়েছে।
গত শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পড়ে স্থানীয় এলাকাবাসী দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। এতে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ৬ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান, ক্ষতিগ্রস্থ ঘরের মালিক মৃত নুর হোসেনের পুত্র মুর্শেদ মিয়া।
তবে তার দাবী পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আক্রাম হোসেনের পুত্র মো. ইব্রাহিম ও রফিকুল ইসলাম, সফি মিয়ার পুত্র ফারুক মিয়া, বাবুল হোসেনের পুত্র রাজন মিয়া ও আব্দুর রাজ্জাক এর পুত্র মনির হোসেন এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে ঐ বাড়িতে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে বাড়ির কোন কিছুই আর অবশিষ্ট নেই। মুর্শেদ মিয়ার স্ত্রী সনিয়া আক্তার বলেন, আমার স্বামীর সাথে অভিযুক্তদের কিছুদিন আগে একটি ঝগড়া হয়। এ নিয়ে তারা বিভিন্ন সময় আমাদের ক্ষতি করার নানা হুমকি দিয়ে আসছিলো। ঐ দিন আমি কয়েল আনতে আমার স্বামী ও সন্তানদের রেখে পাশের বাড়িতে যাই। ফিরে এসে দেখি ঘরের কাছে কয়েকজন মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে আছে। তাদের জিজ্ঞেস করার সাথে সাথেই দেখি আমার ঘরের জানালার পাশে আগুন জ্বলছে। এ সময় আমি চিৎকার দিলে আমার স্বামীও ঘর থেকে বেড়িয়ে এসে তাদের ধাওয়া দেয়। পড়ে মুহুর্তের মধ্যেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।
এ বিষয়ে অভিযুক্তদের বাড়িয়ে গিয়ে তাদের পাওয়া না গেলেও কথা হয় ইব্রাহিম ও রফিকুলের পিতা আক্রাম হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি শুনেছি মুর্শেদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুনার পরই আমি তাদের বাড়িতে ছুটে যাই। আমার বড় ছেলে অগ্নিকান্ডে জ্বলতে থাকা ঘরটি রক্ষায় অন্যদের সাথে সহায়তা করে। আমি ও আমার পরিবার এ ঘটনার সাথে জড়িত নই। স্থানীয় এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত করলে অগ্নিকান্ডের মূল রহস্য বেড়িয়ে আসবে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।