পূর্বধলায় জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ বিকাল
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ জাহিদ আলম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার শেখ মোহাম্মদ আজিজ, পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক রতন, পূর্বধলা থানার অফিসার (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির প্রমুখ।
এসময় যুবফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
যুব সমাবেশে বক্তারা বলেন, যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের হাতছানি থেকে ফিরিয়ে আনতে হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।