শান্তিগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা
শহীদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ বিকাল
শান্তিগঞ্জে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০শে জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গাদীর খোকন'র সভাপতিত্বে ও ব্রাকের জেলা এম আর এস সি কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ইউপি সচিব মাসুক মিয়া, প্রকল্পটির শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, উপজেলা প্রবাসবন্ধু ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান।
কর্মাশলায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিদুল হক, আব্দুল হালিম, খসরু মিয়া, ফখরুল ইসলাম, জামাল উদ্দিন, এমারন উদ্দিন, সংক্ষরিত মহিলা সদস্য জহুরা বেগম, নাছিমা বেগম ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর টিটো চন্দ দাস এবং সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিরা প্রমুখ।
উল্লেখ্য ,ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।