বীক্ষণে সোহেল মাজহার ও পারভেজ শিহাব'র গ্রন্থালোচনা

রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ বিকাল

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৩২ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় সোহেল মাজহার ও পারভেজ শিহাব'র গ্রন্থালোচনা।
আসরে সভাপতিত্ব কবি স্বাধীন চৌধুরী, কবি ও গবেষক সোহেল মাজহার'র বাংলাদেশের উপন্যাস: কৃষক বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ গ্রন্থ নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি পারভেজ শিহাব'র পাখির দুঃখ মেঘের মনে কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন লেখক সোমা ঘোষ মণিকা।লেখকের অভিব্যক্তি প্রকাশ করেন কবি ও প্রাবন্ধিক সোহেল মাজহার ও কবি পারভেজ শিহাব। সঞ্চালনায় জুবায়েদ ইবনে সাঈদ আহ্বায়ক বীক্ষণ।
আসরে উপস্থিত ছিলেন এডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন,গবেষক চাঁন মিয়া ফকির, ছড়াকার সরকার জসিম, কবি ও ছড়াকার তাসাদ্দুক হোসেন, কবি জামাল উদ্দিন, কবি আলম মাহবুব,গবেষক অহিদ রহমান, কবি ডেভিড অলক মন্ডল, কবি সুপ্রিয় কুমার বণিক, সাংবাদিক এনামুল হক মন্ডল, শিক্ষক গবেষক তরু শাহরিয়ার স্বর্গ, কবি আনোয়ারুল হাকিম পল্লব, কবি নাফিসা মাহজাবীন দোলা, কবি আমজাদ শ্রাবণ, কবি রফিকুল ইসলাম মানিক, কবি মৌমিতা পাল, বাচিকশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি, কবি রাকিবুল হাসান, নাজমুস সায়াদাত সিফাত, কাউসার আহমেদ ঈমাম, তাসনিম আলম, কবি সুষ্মিতা সরকার স্নেহা, ইয়ানুর নাবিহা প্রমুখ।
দ্বিতীয় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ করেন, সঞ্চালনা করেন সানজিদা শাওন যুগ্ম আহবায়ক বীক্ষণ।