রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

জেলা কর্মী সম্মেলন ২০২৫ বাস্তবায়নে পৌর জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত


  আজাদ ইমরান শরীফ

প্রকাশ :  ১৭ জানুয়ারী ২০২৫, ০২:১৬ দুপুর

বাংলাদেশ জামায়াত ইসলামীর আগামী ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নেত্রকোণা জেলা কর্মী সম্মেলন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেত্রকোনা পৌর শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখে রাত ৮ টায় জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে  জামায়াতে ইসলামীর নেত্রকোনা পৌরসভা শাখার আমীর রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, মঞ্জুরুল ইসলাম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা, অধ্যাপক  মাওলানা ছাদেক আহমেদ হারিছ, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা জেলা শাখা, অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন  সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা জেলা শাখা, নিজামুদ্দিন মাস্টার, এসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা জেলা শাখা, কামাল উদ্দিন সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নেত্রকোনা জেলা শাখা, ডা: আবুল হোসেন নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখা সহ নেত্রকোনা পৌরসভার বিভিন্ন এলাকার দায়িত্বশীলরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ। 

প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দী তাদের বক্তব্যে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেত্রকোণা জেলা কর্মী সম্মেলন ২০২৫ বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রধান করেছেন এবং সম্মেলনকে সফল করতে সকল দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত