রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ রাত

নেত্রকোনার পূর্বধলা থানার আয়োজনে থানা প্রাঙ্গনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জনসাধারণের অংশগ্রহণে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এর সভাপতিত্বে ও এসআই আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুল হক খান নয়ন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  সায়েদ আল মামুন শহীদ ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশকাকুনী ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রনক, খেলাফত মজলিস ধলামূলগাঁও ইউনিয়ন সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার কথা ব্যক্ত করেন। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত