ফুলবাড়ীয়ায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর মতবিনিময় সভা
রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ বিকাল
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার তাজুল রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন নেছা, ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, কালাদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রমূখ।
ফুলবাড়ীয়া উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।