ফুলপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
মোতালেব সরকার
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ বিকাল
ময়মনসিংহের ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ফুলপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকারের নেতৃত্বে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের একাংশের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।