রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

শেরপুরে  ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ রাত

শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ এসব মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা। 

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে ডিবি পুলিশের এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল রবিবার ভোর রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেট দিয়ে পিকআপ ভ্যান আটক করে। 

রাস্তায় বেড়িকেট ও পুলিশের উপস্তিতি টের পেরে চালক গাড়ি রেখে পালিয়ে যায়।  এসময় ওই পিকআপ ভ্যান থেকে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। 

শেরপুরের ডিবি পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মুলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত