শেরপুরে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল সভাপতির আয়োজনে দোয়া ও কম্বল বিতরণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারী ২০২৫, ০১:১৭ দুপুর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের আয়োজনে দোয়া ও চার শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি সোমবার বিকালে পৌর ঈদগা মাঠে এই আয়োজন করা হয়। দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে শীতার্ত মানুষের পাশাপাশি অসংখ্য বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এডভোকেট মুখলেছুর রহমান জীবন, এডভোকেট জাহিদুল হক আধার, সেলিম শাহী, সুলতান আহাম্মেদ ময়না, যুবদল নেতা জিতেন্দ্র মজুমদার, আবুল কাশেম, বাদল, মফিজুল ইসলাম মোল্লা, তাতী দল সভাপতি লালন মোল্লাসহ অনেকেই।
বক্তব্যে মাসুদ বলেছেন স্বৈরতন্ত্রের অবসান হয়েছে।আগামি দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে।নির্বাচনে দলকে মানুষের মধ্যে তুলে ধরতে আগামিতে শেরপুরে স্বচ্ছ ইমেজের নেতৃত্ব ঠিক করতে হবে।