মাধবপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৭ দুপুর
বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার যৌথ আয়োজনে ২০শে জানুয়ারী সোমবার বিকালে মাধবপুর উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির পৌর সভাপতি হাজী মোঃ গোলাপ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
পৌরসভা বিএনপি সেক্রেটারী আলাউদ্দিন আল রনি সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি মো:সামছুল ইসলাম কামাল সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, মেয়র হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রেখেছেন। দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্টপতির নাম লেখা রয়েছে। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল। জনরোষ এখন তারা দেশ থেকে বিতাড়িত। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল। কারন পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন।