বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় জোর পূর্বক পুকুর দখলের চেষ্টা


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৪ দুপুর

গাইবান্ধায় পৈত্রিক সুত্রে প্রাপ্ত ভোগ দখলীয় পুকুর জোর পূর্বক দখলের চেষ্টা। বাঁধা দেয়ায় জীবন নাশের হুমকি। প্রতিকার চেয়ে থানায় ভুক্তভোগীর অভিযোগ। অভিযোগ সুত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর (সুপারির ভিটা) গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আঙ্গুর আলী পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৫ শতাংশ জমির উপরে পুকুর দিয়ে মাছ চাষ করে ভোগ দখল করে আসছে। যার মাঠ পর্চা, খারিজ খতিয়ান সম্পূর্ন তার দাদা ভাষা শেখ এর নামে প্রস্তুত হয়েছে। এমতাবস্থায় তার একই গ্রামের প্রতিপক্ষ মৃত রফিক সরকারের পুত্র আব্দুর সবুর,আবু সাঈদ, আব্দুল গফুর ও মৃত আব্দুস সাত্তারের পুত্র নূর আমিনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন পরস্পর যোগসাজশে গায়ের জোরে মিথ্যা দাবী করে উক্ত জমি (পুকুর) দখল করার পায়তারা করে অহেতুক বিরোধ সৃষ্টি করে আসে।

এর এক পর্যায়ে গত ১৮ জানুয়ারি সকাল অনুমানিক ১১টায় প্রতিপক্ষগন বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা, ধারালো কোদাল, পানি সেচের পাম্প নিয়ে নালিশী পুকুরে অনধিকার প্রবেশ করে পানি সেচের পাম্প দ্বারা পানি সেচ শুরু করে। এ সময় বাধা নিষেধ করলে প্রতিপক্ষগণ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজসহ ধাওয়া করে জীবন নাসের হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনায় আঙ্গুর আলী প্রতিকার চেয়ে এ দিন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আঙ্গুর আলীর দাবী,থানায় অভিযোগ করার পরও আজ রোববার প্রতিপক্ষগণ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে জোর পূর্বক আমার ওই ভোগ দখলীয় পুকুর সেচ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। প্রতিপক্ষ আব্দুর সবুর জানান, এ জমি আমাদের। আঙ্গুর আলীর দাবীকৃত জমি আলাদা প্লট। বিধায় আমার জমিতে আমি মাছ ধরছি ওর জমিতে নয়। অহেতুক সে বিরোধ সৃষ্টি করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলেও আঙ্গুর আলী সালীশে অনুপস্থিত থাকেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর ইসলাম তালুকদার জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত