ত্রিশালে ভোরের দর্পনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মো: শরিফুল ইসলাম
প্রকাশ : ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ দুপুর
ময়মনসিংহের ত্রিশালে জমকালো আয়োজনের মাধ্যমে জাতীয় দৈনিক 'ভোরের দর্পণ' এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার(২০জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব ত্রিশাল কার্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। পরে ভোরের দর্পণের শুভ কামনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও ভোরের দর্পণ ত্রিশাল উপজেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার পুলিশ উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) এস আই বিকাশ চন্দ্র, সাংবাদিক কামরুজ্জামান মিনহাজ, উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাংবাদিক নাজমুল হাসান জীবন (দেশের কন্ঠ), আব্দুল কাদের (ঢাকার ডাক), হানিফ আকন্দ (জনতার নিঃশ্বাস), নুরুল আমিন দারা, পিবি ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহেল রানা, সাংবাদিক ইকবাল (একুশের বাণী) প্রমুখ।