বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

কেশবপুরে চোরাই গাছসহ চালক আটক


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ দুপুর

যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদের পাড় থেকে কাটা তিনটি রোড শিশু গাছসহ সুমন সানা (২৭) নামে এক আলমসাধু চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার চিংড়া বাজারের পাশ থেকে আলমসাধু বোঝাই গাছসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।

পুলিশ জানায়, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদ পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থানীয় সমিতির উদ্যোগে লাগানো তিনটি রোড শিশু গাছ রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা কেটে ভোরে আলমসাধু ভাড়া করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ আলমসাধু বোঝাই গাছসহ চালককে আটক করে।

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার ও গাছ লাগানো সমিতির সভাপতি কামরুল ইসলাম বলেন, আনুমানিক ১৬ বছর আগে ওই গাছগুলো লাগানো হয়েছিল। রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার বিষয়ে অভিযোগ দেওয়া হচ্ছে।

চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, আলমসাধু বোঝাই কাটা গাছ জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে। ওই গাছ লাগানো সমিতির সভাপতি অভিযোগ করবেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত