বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

আওয়ামী লীগের নেতার বাড়ীতে অগ্নিসংযোগ লুটপাট ভাংচুরের অভিযোগ ওঠেছে, আহত -১


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ বিকাল

হামলায় আহত মোঃ আব্দুল হালিম পাঠান।

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের বাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুরের অভিযোগ ওঠেছে।
এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে আমিরুল ইসলামের বাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর করা হয়েছে। 

আমিরুল ইসলামের পরিবারের লোকজনের অভিযোগ এ ঘটনার সাথে চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাবেক মেম্বার সাইফুল ইসলাম জড়িত রয়েছে।

এছাড়াও নৈহাটি গ্রামের মৃত আব্দুল আজিজ পাঠানের ছেলে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক মোঃ আব্দুল হালিম পাঠান জানান, আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নৈহাটি গ্রামে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে।
কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার অপরাধ আওয়ামী লীগের সমর্থক। 

জানতে চাইলে চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন জানান, আমিরুল ইসলামের পরিবারের লোকজন নিজেরাই বাড়ীঘরে আগুন দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা এ ঘটনার সম্পর্কে কিছুই জানেনা।
তিনি আরও জানান, আমার ও সাইফুল ইসলাম মেম্বারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত