শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
শিরোনাম

শারদীয় দুর্গোৎসবে পূর্বধলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এ এস এম শহীদুল্লাহ ইমরান


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ বিকাল

শুভ শারদীয় দুর্গোৎসব ২০২৫।

বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ শারদীয় দুর্গোৎসব- আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব আমাদের সমাজে সহনশীলতা, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এই উৎসবকে উদযাপন করি, যা আমাদের ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

সমাজে অন্যায়, অবিচার, সন্ত্রাসরূপী অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বাঙালি হিন্দুর প্রাণের দুর্গোৎসব এ দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে আবহমানকাল ধরে চলে আসছে। কাল পরিক্রমায় এ উৎসব হয়ে উঠেছে সর্বজনীন। দুর্গাপূজার সাথে মিশে আছে বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি।

আমাদের দেশ হোক শান্তি, সৌহার্দ্য ও অগ্রগতির পথের দিশারি—এই প্রার্থনা করি। সেই সাথে সুন্দর শরতের শুভক্ষণে নির্মলতায়, নির্ভাবনায় এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পূর্বধলাবাসীকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা।

শুভ শারদীয় দুর্গোৎসব!

 

— এ এস এম শহীদুল্লাহ ইমরান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পূর্বধলা উপজেলা শাখা।
১৬০, নেত্রকোণা-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত