শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূর্বধলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইশতিয়াক আহামেদ বাবু
আরবান ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ রাত
উৎসবমুখর আবহে আসে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসব শুধু পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সর্বজনীন মিলনের উৎসব।
শারদীয় দুর্গোৎসবের মূল বার্তা হলো—অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা। এ উৎসব আমাদের সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার অনুপ্রেরণা জাগায়।
আমি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূর্বধলাবাসীসহ সনাতন ধর্মাবলম্বী এবং দেশ-বিদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আসুন, এই উৎসবকে সর্বজনীন আনন্দ ও সৌহার্দ্যের বন্ধনে রূপান্তরিত করি। পৃথিবী হোক দুঃখ-দুর্দশামুক্ত, ফিরে আসুক শান্তি, সৌন্দর্য ও সমৃদ্ধি।
শুভ শারদীয় দুর্গোৎসব ২০২৫!
— ইশতিয়াক আহামেদ বাবু
যুগ্ম আহব্বায়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পূর্বধলা উপজেলা শাখা।







