শেরপুরের ৩ টি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ দুপুর

শেরপুর জেলার তিনটি নির্বাচনী আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে।
৩ জানুয়ারি শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মানোনয়নপত্র বাছাই করে বৈধ মনোনয়নপত্র ঘোষণা করেন।
এসময় শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টির মাহমুদুল হক মনির ও মোঃ ইলিয়াস উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শফিকুল ইসলাম সহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এই আসনে জাতীয় পার্টির মাহমুদুল হক মনির দলীয় মনোনয়ন থাকলেও ঋণ খেলাপির কারণে বাতিল করা হয়। অপরদিকে মোঃ ইলিয়াস উদ্দিনের দলীয় মনোনয়ন না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বিকেল ৫টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। এছাড়া ইলিয়াস খান বিএনপির দলীয় মনোনয়ন না দেখাতে পারায় এবং জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলাল ঋণখেলাপীর গায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি ও জামায়াত সহ চার প্রার্থীর মধ্যে সকলের মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করা হয়।
উল্লেখ্য শেরপুর জেলার তিনটি নির্বাচনী এলাকায় এবার ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।


_medium_1767517393.jpg)




