মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ রাত

নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (আনুমানিক বয়স ৫৫) মরদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাপাশিয়া বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অজ্ঞাত ব্যক্তি গত ২০ থেকে ২২ দিন ধরে কাপাশিয়া বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং সেখানেই অবস্থান করতেন।

স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া জানান, ওই ব্যক্তি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তিনি গত দুই দিন ধরে তার দোকানের সামনে রাত কাটাচ্ছিলেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাজারের পাহারাদার তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাজারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত