পূর্বধলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ দুপুর
_original_1767691089.jpg)
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ– ২ এর বিশেষ অভিযানে নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ–এর উপজেলা শাখার সদস্য তারেক হোসেন (জয়) (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে পূর্বধলা থানা পুলিশ ও নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)–এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তারেক হোসেন (জয়) সোনাইকান্দা গ্রামের মো. তারা মিয়ার ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, তারেক হোসেন পূর্বধলা থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি। মামলাটি ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দায়ের করা হয়, মামলা নম্বর ১৮/২০২৫।
ওসি আরও জানান, মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



~2_medium_1767787171.jpg)



