বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
শিরোনাম

জামালপুরে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সেমিনার


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ দুপুর

মঙ্গলবার (৬ জানুয়ারি) জামালপুর সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 
 
সেমিনারে সভাপতিত্ব করেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম।
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
 
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন।
 
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত শাহা, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর সেলিম, উপপরিচালকের কার্যালয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, গনমাধ্যমে ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় জামালপুরের সিনিয়র শিক্ষক রিনা বেগম প্রমুখ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত