দেওয়ানগঞ্জ সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ দুপুর
_original_1767693367.jpg)
কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি জামালপুর–১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) পৌর এলাকার হাইস্কুল রোডে সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত নির্বাচনে আচরণ বিধি মেনে চলার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। এ বিষয়ে সকলকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও তিনি বস্তুনিষ্ঠ সংবাদ ও জনদূর্ভোগ সংক্রান্ত সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অগ্রধিকার ভিত্তিতে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায়- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা বিএনপির সদস্য শাহাদাৎ বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব, মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মামুনসহ দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।



~2_medium_1767787171.jpg)



