মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

“প্রযুক্তি ও মানবতা, কল্যাণ ও সমতা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিছুর রহমান খান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান, আরবানে কো-অর্ডিনেটর আবুল আরশাদ, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যক্রমে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত