সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২
শিরোনাম

নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০২ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ দুপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দেশমাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাদ জুম্মা নেত্রকোনা পৌর এলাকার ছোট বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সিনিয়র সহ-সভাপতি মাজারুল ইসলাম জিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান দুলন, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত