সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২
শিরোনাম

দুর্গাপুরে বই উৎসব অনুষ্ঠিত 


  নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি

প্রকাশ :  ০২ জানুয়ারী ২০২৬, ১২:৫১ দুপুর

নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় বই উৎসব পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার (০১ জানুয়ারী) সকাল থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে বই বিতরণের মাধ্যমে এ উৎসব পালিত হয়।
 
বই বিতরণ পুর্ব আলোচনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী বলেন, সরকারের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। সরকারের এই চ্যালেঞ্জ কে সামনে রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। 
 
এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর দ্বীনি আলীম মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শামছুন্নাহার সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত