সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২
শিরোনাম
কেমন ছিল বাংলাদেশী প্রিন্ট মিডিয়ায়?

আপসহীন নেত্রীর মহা প্রয়াণের খবরের শিরোনাম


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০২ জানুয়ারী ২০২৬, ০১:১২ দুপুর

যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতার চরণ দুটি যেন আজ স্বার্থক। ভুবনের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। 

এই মহীয়সী নারীর মহাপ্রয়াণে আজ কাঁদছে সারা দেশ। গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন।  তাঁর মৃত্যুতে একদিনের সাধারণ ছুটিসহ তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।। ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে। এ যেন জনমানুষের মহাসমুদ্র। শেষ বিদায়ের প্রতিটি মুহুর্তই যেন এক একটি ইতিহাস। এই ইতিহাস লেখার স্বর্নাক্ষর গুলি কেমন ছিল পত্রিকার পাতার? বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি দেশ বিদেশের গণমাধ্যমগুলো অনেক গুরুত্ব সহকারে তুলে ধরেছে। অধিকাংশ পত্রিকার প্রথম পাতার পুরো কাগজ জুড়েই যেমন ছিল খবরের শিরোনাম, তেমনি পুরোপত্রিকায় তাঁর বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। দেশের প্রধান প্রধান গণমাধ্যমসহ উল্লেখযোগ্য পত্রিকার শিরোনামগুলো তুলে ধরা হলো। 

প্রথম আলোর শিরোনাম ছিল- “গৌরবময় বিদায়”, আমার দেশ এর শিরোনাম  “চলে গেলেন রাজনীতির ধ্রæবতারা, যুগান্তরের শিরোনাম “অভিভাবক হারালো বাংলাদেশ”, কালেরকন্ঠ-“অনন্তে অ¤øান আপসহীন”, সমকাল-“আপসহীন অভিযাত্রার সমাপ্তি”, ইত্তেফাক-“অনন্তলোকে অনন্ত যাত্রা”, যায়যায়দিন-“মহীয়সী নারীর মহাপ্রয়াণ”,  আজকের পত্রিকার শিরোনাম-“মিশে থাকবেন ধানের শীষে”, আলোকিত বাংলাদেশ-“নিভে গেল আশার বাতিঘর”, আমাদের সময়-“মহাকালের মহা প্রস্থান”, “আমার সংবাদ-গণতন্ত্রের চিরঞ্জিব মহাকাব্যের অবসান”,-বাংলাদেশ প্রতিদিন-“আপসহীন দেশনেত্রীর বিদায়”, নয়াদিগন্ত-“আপসহীন রাষ্ট্রনায়কের বিদায়”, বাংলাদেশ বুলেটিন-“নিভল আপসহীন সংগ্রামের প্রদীপ”, সংগ্রাম- “চলে গেলেন বেগম খালেদা জিয়া”, বণিক বার্তা-“বাংলাদেশ তাকে হারাল”, দেশ রুপান্তর-“মহা সংগ্রামী জীবনের ইতি”, দিনকাল-“কিংবদন্তী আপসহীন নেত্রী খালেদা জিয়ার ইন্তেকাল”, দৈনিক বাংলা-“আপসহীন নক্ষত্রের বিদায়”, ইনকিলাব-“মহীয়সী নেত্রীর জীবনাবসান”, জনকণ্ঠ-“আপসহীন নেত্রীর বিদায়”, কালবেলা-শোকে-কষ্টে স্তব্ধ চারদিক”, মানবজমিন-“লড়াকু এক যোদ্ধার বিদায়”, মানবকন্ঠ-“বিদায় আপসহীন দেশনেত্রী”, প্রতিদিনের সংবাদ, “নিভে গেল দীপশিখা”, সংবাদ-“খালেদা জিয়ার জীবনাবসান, এক অধ্যায়ের সমাপ্তি”, ভোরের কাগজ-“চির বিদায় আপসহীন নেত্রী”। 

এছাড়া বাংলা ইংরেজী অন্যান্য পত্রিকাগুলিও গুরুত্বসহকারে খালেদা জিয়ার মহা প্রয়াণের বিষয়গুলি তোলে ধরেন। আন্তর্জাতিক মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়াগুলি বিশেষ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। আর এসবের মাধ্যমেই জাতি খোঁজে ফিরবেন আপসহীন নেত্রীর স্মৃতিগুলি। অনন্তকালের যাত্রা তাঁর শুভ হোক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত