সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ দুপুর

নেত্রকোনার কলমাকান্দায় সর্বস্তরের ব্যবসায়ী ও মালিক সমিতি কর্তৃক আয়োজিত বাংলাদেশের তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার জুমার নামাজের পরপরই কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার সর্বস্তরের ব্যবসায়ী ও মালিক সমিতির উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসন দূর্গাপুর - কলমাকান্দা উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।  আরও উপস্থিত ছিলেন,কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এসএম আলমগীর, সাধারণ সম্পাদকসহ আয়োজক কমিটির সদস্য  বৃন্দ এবং কলমাকান্দা সদর জামে মসজিদের ইমামসহ সর্বস্তরের  ধর্মপ্রাণ মুসুল্লিগণ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত