শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
শিরোনাম

শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ রাত

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও আজ এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব আমাদের সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির অটুট বন্ধনকে আরও সুদৃঢ় করে। শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোর মধ্যে অন্যতম। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসব এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সর্বজনীন আনন্দ-উৎসবে পরিণত হয়েছে। দুর্গোৎসব আমাদের মনে করিয়ে দেয়—অশুভ শক্তির বিনাশ, ন্যায় ও সত্যের জয়, এবং সুন্দর-শান্তিময় সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়।

দুর্গোৎসব কেবল পূজা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি মহান উপলক্ষ। এ উৎসবের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি, বৈষম্য ভুলে যাই, এবং ঐক্যের এক অটুট বন্ধনে আবদ্ধ হই।

আমি দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হোক, সত্য ও ন্যায়ের জয় হোক এবং সমাজে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।

শুভ শারদীয় দুর্গোৎসব ২০২৫!

 

— জুলফিকার আলী শাহীন
সভাপতি
পূর্বধলা প্রেসক্লাব

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত