ফুলবাড়ীয়ার আছিম বাজারে নারী নির্যাতন বন্ধে প্রতিবাদ মিছিল

রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০২:২৩ দুপুর

ময়মনসিংহর ফুলবাড়ীয়ায় চলমান ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে মঙ্গলবার আছিম বাজারে এক প্রতিবাদ, বিক্ষোভ মিছিল এবং সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিলটি আছিম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উপজেলার আছিম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা জিল্লুর রহমান রিয়াদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন (শাহাদাত), মিনহাজুল আবেদীন নান্নু, লোহাশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, আছিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম ও প্রধান আলোচক রফিকরাজু ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ আব্দুল মোত্তালিব ( আলম)।
সভায় টেলিফোনে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান রোকন। সভায় আলোচক বৃন্দ ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে ধর্ষনের বিচার দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অফিসার ইনচার্জ রকনুজ্জামান তার বক্তব্যে সকলকে সচেতন থাকতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।