বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

পূর্বধলার প্রবীণ আলেম মাও: আহমদ হোসাইন পীর সাহেব গুরুতর অসুস্থ


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৭ মার্চ ২০২৫, ০১:৩২ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা’র প্রিন্সিপাল প্রবীণ আলেমে দ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে ময়মনসিংহের বেসরকারী একটি হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় আছেন। 

তার জ্যেষ্ঠপুত্র মাও: আবুল কাশেম জানান, তার পিতা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্টের সমস্যা, প্রেসার ও পায়ের সমস্যা ইত্যাদি নানা জটিল রোগে ভোগছেন। ইতিমধ্যে ময়মনসিংহে কয়েকবার চিকিৎসা শেষে ডাক্তারী তত্ববাধানে বাড়ীতেই ছিলেন। সম্প্রতি শরীরে অবস্থা আরও অবনতি হলে পুনরায় ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার পায়ে অস্ত্রোপাচার করা হয়েছে এবং শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আইসিওতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি নিবিড় তত্ববধানে রয়েছেন। তার পিতার সুস্থতা কামনার্থে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন। 

মাও: আহমাদ হোসাইন এর গ্রামের বাড়ী হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে। শিক্ষা জীবনে তিনি নিজগ্রামের প্রাইমারী স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে পরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। সেখান থেকে তিনি নিজ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান সেহলা মাদরাসায় ভর্তি হয়ে মাদ্রাসা শাখায় লেখাপড়া শুরু করেন। পরে সেখান থেকে বালিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ইসলামপুর মাদরাসায় ভর্তি হয়ে এক বছর লেখা পড়া করে সোহাগী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে তারাকান্দা উপজেলার টিলাটিয়া মাদরাসায় কিছু দিন শিক্ষকতা করেন। সেখান থেকে উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা’য় শিক্ষকতা জীবন শুরু করেন এবং অধ্যবধি ওই মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবে ময়মনসিংহ বিভাগে বেশ পরিচিত। ময়মনসিংহের বড় মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা ফয়জুর রহমান (রহ.) এর কাছ থেকে তিনি খেলাফত গ্রহন করেন। বর্তমানে বিভিন্ন এলাকায় তার হাজার হাজার শিক্ষার্থী ও অসংখ্য মুরিদ রয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন ৯৫ বছর বয়সী এই বিজ্ঞ আলেম। চারদলীয় ঐক্যজোটের সময়ও তিনি বলিষ্ঠ ভুমিকা রাখেন। ব্যক্তিগত জীবনে তিনি ৮পুত্র ও ৪কন্যা সন্তানের জনক। ইতিমধ্যে ২ বছরের ব্যবধানে তার সহধর্মীনি ও এক পুত্র মারা গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত