পূর্বধলায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, এক দোকানীকে জরিমানা

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৩:৫৯ দুপুর

নেত্রকোনার পুর্বধলায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গত সোমবার (৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন।
এ সময় তিনি বিভিন্ন দোকানীর সাথে কথা বলেন এবং অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি না করার আহবান জানান। এছাড়া প্রত্যেক দোকানে হালনাগাদ মুল্য তালিকা প্রদর্শনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেন। প্রথম দিন রবিবার পরিদর্শনের সময় খোলাভাবে ইফতারী পণ্য বিক্রির দায়ে এক দোকানীকে জরিমানা করা হয়।
রমজানের শুরুতে পুর্বধলা সদর বাজারে গত দুই দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা উঠানামা করতে দেখা গেছে। রমজানের আগের দিন শশা ৩০টাকা কেজি বিক্রি হলেও পরদিন বিক্রি হয়েছে ৪০টাকা কেজি দরে। বাজারে লেবু ও তরমুজের দামে অস্বাভাবিকতা বিরাজ করলেও অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। লেবু এক হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০টাকা দরে। আর তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিছ ৩০০-৩৫০টাকা করে। এছাড়া বাজারে পেঁয়াজ ৪০টাকা, ছোলা ১০০টাকা, চিনি ১১০, মুড়ি-৯০, খেজুর (সাধারন) ১৮০, চাল ৭০, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৭৫০, সয়াবিন বোতলজাত ১৭৫ লিটার, বেগুন ৩০-৪০, কাঁচা মরিচ ৩০, টমেটো ১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পূর্বধলা বাজারে কেনাটাকা করতে আসা ক্রেতা মো: মজিবুর রহমান বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।