বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

আবারো বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৫১৯০০ টাকা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৫ মার্চ ২০২৫, ১০:৫৩ দুপুর

স্বর্ণের দামে আবার নতুন রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় চারদিনের ব্যবধানে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে৷ 

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড করেছে।  

বুধবার (০৫ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে টানা গত ২৪, ২৮ ফেব্রুয়ারি ও ০২ মার্চ তিনবার স্বর্ণের দাম কমানো হয়। তার আগে টানা ৮ বার গত ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। এখন পর্যন্ত ভালো মানের ১ ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। আজ সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে, নতুন করে দাম বাড়ানোর ফলে স্বর্ণের প্রতিভরির দাম ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা হয়েছে।  

মঙ্গলবার (০৪ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম নির্ধারণ করেছে। পরে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত