শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

ত্রিশালে পল্লী বিকাশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


  মো: শরিফুল ইসলাম

প্রকাশ :  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ বিকাল

ময়মনসিংহের ত্রিশালে ৫নং রামপুর ইউনিয়নের বীরামপুর ভাটিপাড়া এলাকার পল্লি বিকাশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ ফ্রেব্র‍ুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে রামপুর ইউনিয়ন পরিষদ সদস্য (৮নং ওয়ার্ড) ইয়াসিন সরকারের সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মীর কাসেম। রামপুর ইউনিয়ন পরিষদ সদস্য (৮নং ওয়ার্ড) ইয়াসিন সরকারের সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পল্লি বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও জাগ্রত টিভির ব্যাবস্থাপনা পরিচালক সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন জাগ্রত টিভির ভারপ্রাপ্ত সম্পাদক শাহ সুলতান রঞ্জু, দৈনিক ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম শরীফ, দৈনিক একুশের বানীর পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, চীফ রীপোর্টার আসাদুজ্জামান শাহীন

দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল দৌড়, মেমোরি টেস্ট, অংক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজ’।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পল্লি বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য ও উৎসাহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত