শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
শিরোনাম

বাংলাদেশী নার্সদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও প্রস্তুতি নিয়ে ঢাকায় ই-সেবী’র সেমিনার


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ বিকাল

ই-সেবী ইনস্টিটিউট ও কেয়ারগিভিং এজেন্সি যৌথভাবে "বাংলাদেশী নার্সদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ এবং প্রস্তুতি" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সেমিনারে নার্সিং পেশাদার, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করে আন্তর্জাতিক চাকরির বাজারে বাংলাদেশী নার্সদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-সেবীর প্রতিষ্ঠাতা ও টিম লিডার মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশী বিনিয়োগ বিশ্লেষক ও ব্যবসায়ী রিয়াজ সৈয়দ, যিনি নার্সদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাহিদা এবং তাদের প্রস্তুতির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথি বক্তাদের মধ্যে ছিলেন নার্সিং কলেজের আইসিটি প্রশিক্ষক জাহাঙ্গীর আলম, আইসিটি পেশাদার মেহেদী হাসান মিলন এবং ইন্টার্ন বিডির সিইও সুজিত দাস। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিবন্ধিত নার্স ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে মিডওয়াইফারি অংশগ্রহণকারীরা বিশ্ববাজারে সুযোগ সম্পর্কে তাদের অজ্ঞতা ও উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে ছিলো নার্সিং শিক্ষার আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যের অভাব, আধুনিক ল্যাব ও সরঞ্জামের ঘাটতি, দীর্ঘ ও ব্যয়বহুল লাইসেন্সিং প্রক্রিয়া, নিয়োগে সিন্ডিকেটের প্রভাব এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার সীমাবদ্ধতা।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ করা হয় এবং অতিথিদের ই-সেবীর প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন উপহার দেন।

বক্তারা সুপারিশ করেন, সরকার, এনজিও ও কর্পোরেট বিনিয়োগের মাধ্যমে নার্সদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রস্তুতি উন্নয়ন, আন্তর্জাতিক লবিং ও সুযোগ সম্প্রসারণ, দূতাবাসের সক্রিয় ভূমিকা এবং আধুনিক ল্যাব ও প্রশিক্ষণের উন্নয়ন জরুরি। এছাড়াও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহজ শর্তে ঋণ প্রদানের আহ্বান জানানো হয়।

সেমিনারে জোর দেয়া হয়, যথাযথ সহায়তার মাধ্যমে বাংলাদেশী নার্সরা বৈশ্বিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, যা শুধু রেমিট্যান্স আয় বাড়াবে না, দেশের স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক খ্যাতিও বৃদ্ধি করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত