দিল্লিতে চলছে ভোট গণণা, এগিয়ে বিজেপি

আরবান ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ দুপুর
_original_1738988679.jpg)
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণণা শুরু হয়েছে। এখন পর্যন্ত দিল্লিতে আম আদমি পার্টি (এএপি) থেকে বিজেপি এগিয়ে আছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
এদিকে, এএপি ক্ষমতায় ফিরে আসবে বলে আশাবাদী। একইসাথে অরবিন্দ কেজরিওয়াল চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন বলেও তারা আশাবাদী। তবে কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া এবং মুখ্যমন্ত্রী অতীশিসহ দলটির শীর্ষ নেতারা তাদের নিজ নিজ আসন থেকে পিছিয়ে রয়েছেন।