পূর্বধলার ধলামুলগাঁও ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ সকাল
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার উপজেলার শালথী উচ্চ বিদ্যালয়ে মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: সেলিম উদ্দিন, যুগ্মআহবায়ক মো: রুহুল আমিন ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন তালুকদার, বিশকাকুনী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান রনক। সভায় সভাপতিত্ব করেন, ধলামুলগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শফিকুর রহমান ইকবাল। ধলামুলগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: হারুনুর রশিদের পরিচালনায় সভার সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন খান। সভায় উপজেলা এবং ধলামুলগাঁও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাবুল আলম তালুকদার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পেছনের দরজা দিয়ে পালিয়েছে আওয়ামী সরকার। বর্তমানে বিভিন্ন স্থানে কতিপয় দুর্বৃত্ত বিএনপির নাম ভাঙিয়ে হামলা ভাঙচুর করেছে এবং চাঁদাবাজি করার চেষ্টা করছে। পূর্বধলায় কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি বা মারামারি করতে চায়, তাহলে আমরা ওইসব দুর্বৃত্তদের প্রতিরোধ করব ইনশাআল্লাহ।