পূর্বধলায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০১:২৯ দুপুর
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার প্রধান ঈদ জামাত পূর্বধলা কেন্দ্রীয় ঈদগা ময়দানে সোমবার (১৭ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ মাঠেও একই সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামায়াতে ঈদের নামাজের ইমামতি করেন পূর্বধলা বড় মসজিদের ইমাম হযরত মাওলানা নূর মুহাম্মদ। নামাজ শেষে খুতবা পড়েন তিনি। পরে তিনি দেশ- জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।
উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন ১৬১ নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: সাদিকুল জাহান রিদান, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুল প্রমুখ।
ঈদের জামাত শেষে সকল শ্রেনীর মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আহমদ হোসেন এমপি। এসময় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগা মাঠের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এছাড়াও মাঠে রাজনৈতিক, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিম নাগরিকরা পুরো মাঠজুড়ে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন।
ঈদের দিন সকাল বেলায় আবহাওয়া পরিস্থিতি অনুকুল থাকায় সব বয়সী মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে প্রতিটি মসজিদ ও ঈদগাহে সবাই কান্না জড়িত কন্ঠে মহান আল্লাহর কাছে নিজেদের পাশপাশি বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদের জামাত শেষে একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে নিজ বাসা বাড়িতে এসে সামর্থ্যবানরা মহান আল্লাহর বিধান অনুযায়ী পশু জবাই করে কোরবানি আদায় করেন। অন্যদিকে সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে পুরো উপজেলায় ঈদগাহ মাঠ ও মসজিদে মসজিদে যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।