হঠাৎ ফেসবুক ব্যবহারকারীদের সব পোস্ট ‘উধাও
আরবান ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:২১ সকাল
অসংখ্য ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলের সব পোস্ট ‘উধাও’ হয়ে গেছে হুট করেই। সেসব প্রোফাইলে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে- ‘নো পোস্ট অ্যাভেইলেবল’।
মঙ্গলবার সকাল থেকেই অনেক ফেসবুক ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। এদিন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন।
ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে বলে জানা গেছে।