নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৪১ দুপুর
 (1)_original_1769676050.jpg)
''সুস্হ দেহ সুন্দর মন, স্বপ্ন ও মননে চাই তারুণ্যের বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক শাহানুল কবীর মুন্না'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিউল্লাহ খান পাঠান, শিক্ষানুরাগী হেদায়েত উল্লাহ রুমিন, কে এন এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের খান, মৌগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রেনু, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবুল মুনসুর আহম্মদ, সিনিয়র সহকারী শিক্ষক আইরিন আক্তার, সভাপতির সহধর্মীনী নীলুফা ইয়াসমিন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃত্বিত অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক নাচ ও জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করেন।




_medium_1769614322.jpg)


