কলমাকান্দায় ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও ব্যবসায়িক সহায়তা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ রাত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ জন অসহায় ভিক্ষুকের মাঝে ছাগল ও ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষুকদের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহায়তা পাওয়া ২৫ জনের মধ্যে ১৮ জনকে স্বাবলম্বী করে তুলতে ছাগল প্রদান করা হয় এবং বাকি ৭ জনকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক সহায়তা দেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির মূল উদ্দেশ্য ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করে অসহায় মানুষদের সম্মানজনক জীবনে ফিরিয়ে আনা। ভবিষ্যতেও ভিক্ষুক পুনর্বাসনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

_medium_1769614322.jpg)




_medium_1769592200.jpg)
