শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ রাত

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
বুধবার (২৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
আহবায়ক কমিটি স্থগিত এর ব্যাপারে জেলা কমিটির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, এ বিষয়ে আমি অফিসিয়ালি কিছু জানি না।

_medium_1769614322.jpg)




_medium_1769592200.jpg)
