ঝিনাইগাতীতে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামায়াতের সংঘর্ষ, আহত অর্ধশত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ রাত

শেরপুর জেলার ঝিনাইগীতি উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানের মঞ্চে বিএনপি ও জামাতের প্রার্থীর বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় ১০ মিনিটের মধ্যে পুরো ঝিনাইগাতি বাজার রণক্ষেত্র পরিণত হয়ে যায়। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হয় বলে স্থানের এক বিএনপি কর্মী সূত্রে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করে। বর্তমানে উপজেলা সদর থমথমে বিরাজ করছে। দোকানপাট বন্ধ এবং যান চলাচল বন্ধ রয়েছে।
আজ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের প্রার্থীদের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে ইশতেহার পাঠ এর আয়োজন করা হয় স্থানীয় হাই স্কুল মাঠে।
এ সময় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল এর মঞ্চের চেয়ারে বসাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। পরে দুই পক্ষই লাঠি সোটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া করা হলে প্রায় অর্ধশত কর্মী সমর্থক আহত হয়। এদের বেশিরভাগই ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হয়।

_medium_1769614322.jpg)




_medium_1769592200.jpg)
