নেত্রকোনায় আদালতের আদেশ অমান্য করে ভূমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ দুপুর
_original_1769343161.jpg)
নেত্রকোনায় আদালতের নির্দেশ অমান্য করে স্বত্বাধিকারী পরিবারের জমি অবৈধভাবে দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে দখলচেষ্টাকারী একটি চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নেত্রকোনা পৌরসভার বাইরাচাপড়া পূর্বপাড়ায় সাইফুল ইসলাম গংয়ের স্বত্বাধিকারভুক্ত প্রায় ১০০ বছরের পুরোনো পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বিভিন্ন কৌশলে দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। একাধিকবার আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা বেআইনিভাবে জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
বক্তারা জানান, জমিটি নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। এরই মধ্যে নেত্রকোনা এডিএম আদালত জমিটিতে ১৪৫ ধারা জারি করেছেন (মামলা নং ৯০৫/২৫)। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও জমিটির ওপর নজরদারি রয়েছে। তবুও অভিযুক্তরা ভুয়া কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে আদালতে বিভ্রান্তিকর মামলা দায়ের করে যাচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দখলচেষ্টাকারীরা নদী খাল দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ ও পৌরসভা থেকে সংগ্রহ করা মিথ্যা প্রত্যয়নপত্র ব্যবহার করে জমিটি নিজেদের দাবি করছে। পরে বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে আদালত সংশ্লিষ্ট মামলাগুলো প্রত্যাহারের নির্দেশ দেন। বর্তমানে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি গত ২৪ জানুয়ারি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি অপারেশন ওয়াসিম কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবৈধ দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বারবার হামলা ও হুমকির কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনি লড়াই চালিয়ে যেতে গিয়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে দখলচেষ্টাকারী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়, তারা হলেন,ফেরদৌস কবির, তৌফিকুল ইসলাম উজ্জ্বল, সজীব তালুকদার, মাহমুদা আক্তার, রাসেল তালুকদারসহ কয়েকজন।
সংবাদ সম্মেলনের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সাইফুল ইসলামসহ তাঁর পরিবারের সহ অন্যান্য ভুক্তভোগীরা। তারা অবিলম্বে অবৈধ দখলচেষ্টা বন্ধ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

_medium_1769614322.jpg)




_medium_1769592200.jpg)
