বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
শিরোনাম

নেত্রকোণায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মতবিনিময় সভা


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০৪ রাত

নেত্রকোণায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বিচারকগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ অংশ নেন।
সভায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কার্যক্রম এবং নেত্রকোণার জেলা আইন সহায়তা কার্যক্রম তুলে ধরেন কর্মসূচির ম্যানেজার (লিগ্যাল প্রোটেকশন) অ্যাডভোকেট এ.বি.এম. জাহিদুল হাসান। সভাটি সঞ্চালনা করেন ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) অপূর্ব দাস।
আলোচনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.কে.এম. এমদাদুল হক বলেন, লিগ্যাল এইড কার্যক্রমে ব্র্যাক ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে আইনজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
মতবিনিময়ে আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, অ্যাডভোকেট দিলুয়ারা বেগম ও অ্যাডভোকেট এ.কে.এম. হায়েতুল ইসলাম জুয়েল।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোছা: মরিয়ম মুন মুঞ্জুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী কায়রুল ইসলাম। এ সময় পারিবারিক আদালতের সিভিল জজসহ অন্যান্য বিচারকগণ, ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সদর অফিসের অফিসার সেল্প রসনাথ রায়। সভায় পারিবারিক আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ব্র্যাকের চলমান মামলাসমূহ এবং ব্র্যাক পরিচালিত আইনি সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত