বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
শিরোনাম

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নেত্রকোনায় নাটাবের মতবিনিময় সভা


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০৪ দুপুর

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাব নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তোফায়েল ইসলাম শাহীন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা (নঈম)।

সভায় জানানো হয়, বাংলাদেশ গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের কয়েকটি ধারা সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে পাবলিক স্থানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও দেওয়া হয়েছে।

এছাড়া তামাকজাত পণ্যের প্যাকেট ও মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা, ক্ষতিকর দিক নির্দেশক ছবি এবং নির্ধারিত তথ্য স্পষ্টভাবে বাংলায় মুদ্রণ বাধ্যতামূলক করা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ডসহ লাইসেন্স বাতিলের বিধান রাখার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক, সদর স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার মাইতী, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বাহাউদ্দীন আহম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত