পূর্বধলায় জামায়াতের প্রোপাগান্ডার ছড়ানোর অভিযোগে বিএনপি'র সংবাদ সম্মেলন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় জামায়াত মনোনীত প্রার্থীর তোলা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পূর্বধলা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে ধরে এর প্রতিবাদ জানায় দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার। তিনি বলেন, “জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা ও তাঁর কর্মীরা আমাদের নেতাকর্মীদের নামে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে সবসময় নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল।”

সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলে বিএনপি। বাবুল আলম দাবি করেন, পূর্বধলা সদর ইউনিয়নের আমতলায় একটি কোচিং সেন্টারের আড়ালে জামায়াত ইসলামীর একটি পেশাজীবী ইউনিট ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতিয়ে নিচ্ছে। এছাড়া ‘ফ্যামিলিশপ’ নামক ভুয়া কার্ডের মাধ্যমে পণ্য বিতরণের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি নেতাদের দাবি, গতকাল মঙ্গলবার এক প্রতিবাদ মিছিল পরবর্তী পথসভায় জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা বিএনপির নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করেছেন।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে তিনটি দাবি জানানো হয়-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং এলাকায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।
ভোটারদের উদ্দেশে বিএনপি নেতারা বলেন, “কোনো ধরনের অপপ্রচারে কান দেবেন না। জনগণ ষড়যন্ত্রের জবাব বুলেটের মাধ্যমে নয়, বরং ব্যালটের মাধ্যমেই দেবে।”
সংবাদ সম্মেলনে নেত্রকোনা-৫ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবদুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম ও জিএম ফকরুল হাসানসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে এ সময় পূর্বধলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

_medium_1769614322.jpg)




_medium_1769592200.jpg)
