বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
শিরোনাম

ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ দুপুর

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হক এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ মো. জহির উদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, মো. শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পরে অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগিতায় “বাল্যবিবাহকে না বলুন” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত সকলেই লাল কার্ড প্রদর্শন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত