বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুর-১ আসনের সকল প্রার্থী চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত শেরপুর গড়ার অঙ্গীকার


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ রাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের উপস্থিত সকল প্রার্থী তাদের ইজতেহারে চাঁদাবাজ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার অঙ্গীকার করেছেন। 

২৮ জানুয়ারি বুধবার দুপুরে শেরপুর শহরের পৌর দারোগ আলি পৌর পার্কে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক এর সভাপতিত্বে ইশতেহার পাঠ আয়োজন করা হয়। 

ইশতেহার পাঠ অনুষ্ঠানে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনির পক্ষে মোঃ আশরাফ আলী, দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল ইসলাম মাসুদ এবং ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন। এই আসনে ছয় জন প্রার্থীর মধ্যে উপস্থিত হয় চারজন। 

বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ইশতেহার পাঠে তিনি চাঁদাবাজ সন্ত্রাস ও দুর্নীতিমুক্তের পাশাপাশি একজন ডাক্তার ও নারী প্রার্থী হিসেবে নারীদের স্বাবলম্বী এবং চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অঙ্গীকার করেন। এর পাশাপাশি চলাঞ্চলের কৃষকদের ভাগ্যের উন্নয়নে কৃষি শিল্প এবং শিক্ষার উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আমরা চাঁদাবাজ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার পাশাপাশি সমাজের সর্বস্তরে ইনসাফ, ন্যায়বিচার ও বৈষম্য না করে দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকল উন্নয়ন করবো। বিশেষ করে তরুণ সমাজকে কর্মসংস্থানে দক্ষ করে তুলতে প্রয়োজনীয় ট্রেনিং সহ নানা প্রকল্প গ্রহণ করা হবে।

এই আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত শেরপুর গলার জন্য আমার নির্ধারিত কোন ইশতেহার নেই। আমার আসনের যে কোন সমস্যা সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। আমি এমপি নির্বাচিত হলে আমার কাছে নির্ধারিত কোন অঞ্চল হিসেবে নয় সম্ভব হবে উন্নয়ন করে যাবো। ইতিপূর্বে এ আসনে যারা ক্ষমতায় ছিলেন তারা তাদের নির্ধারিত একটি এলাকায় উন্নয়ন করেছে। 

ইশতেহার অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তি দত্ত, র‍্যাব এর পক্ষে  এস এম মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহেল রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত