জামালপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়রন রিমোভার ফিল্টার বিতরন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জানুয়ারী ২০২৬, ০২:১৯ দুপুর

২৮ জানুয়ারী বুধবার, ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেফ-ওয়াশ প্রকল্পের আওতায় ৬টি ডিপসেট পাম্পের ৬০টি পরিবারের মাঝে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে আয়রন রিমোভার ফিল্টার বিতরন করা হয়
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনিন আক্তার, এছাড়াও উপস্থিত ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর তালহা জামাল, প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামছুজ্জামান, প্রোগ্রাম এসিস্ট্যান্ট সৈয়দা খাদিজাতুল মীম।
অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন সেফওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ সায়ীদ।
ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সেফ- ওয়াশ প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য শরিফপুর ইউনিয়নর সর্বস্তরের জনগণ উক্ত সংস্থা কে ধন্যবাদ দেন। তারা এরকম কাজ আরও যাতে বাস্তবায়িত হয় সেই অনুরোধও ব্যক্ত করেন।
উল্লেখ্য যে উক্ত ইউনিয়নে ইসলামিক রিলিফ কর্তৃক বিনা মূল্যে মোট ৫০ টি গভীর নলকূপ ও ১১৫টি স্বাস্থ্য সম্মত টয়লেট এর কাজ সম্পন্ন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের জনগণ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, জামালপুরের সহকারী প্রকল্প কর্মকর্তা নওশীন আরা ফেরদৌসী, মোস্তাক আহমেদ এবং একাউন্টস এন্ড অ্যাডমিন করিম ফকির।

 (1)_medium_1769676050.jpg)


_medium_1769614322.jpg)


