শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

সম্পত্তি ও যৌতুক নিয়ে প্রতারণা, বড়বোনকে হত্যাচেষ্টা, প্রতিকার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২৮ জুলাই ২০২৫, ০১:১৭ দুপুর

পিতার সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করতে গিয়ে বড়বোনের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতনের শিকার মোছা. আজুয়ারা বেগম।‎

রোববার(২৭ জুলাই)সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজুয়ারা বেগম বলেন, তার ছোট ভাই আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তাকে ও তার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।পিতার মৃত্যুর পর সম্পত্তির ভাগ না দেওয়ার উদ্দেশ্যে নানা কৌশলে তাকে হয়রানি করা হচ্ছে। এমনকি বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতে তার ছেলের সঙ্গে পরিকল্পিতভাবে বিয়ে দিয়ে পরে তালাক ও যৌতুকের মামলার মাধ্যমে অর্থ আদায় করে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।‎‎

তিনি জানান,গত ২৫ জুলাই শুক্রবার বিকাল ৩টার দিকে আপেল মাহমুদ, তার স্ত্রী সোমা বেগম,মেয়ে আশরাফি আকতার অন্তরা ও অনন্যা আকতার এবং স্থানীয় মাস্তান মধু মিয়া দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়।

এসময় তাকে গালিগালাজ ও এলোপাথারি মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় এবং তার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় হামলাকারীরা।‎আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।‎সংবাদ সম্মেলনে আজুয়ারা বেগম অভিযোগ করেন, পূর্বেও একাধিকবার তিনি প্রতারণা, নির্যাতন ও অর্থ আদায়ের শিকার হয়েছেন। এমনকি পিতার বাড়িতে গেলেও তাকে বারবার অপমান করে তাড়িয়ে দেওয়া হয়।‎‎তিনি তার ভাই ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত